এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার পেলেন সাংবাদিক অপূর্ব শর্মা

নিজস্ব প্রতিবেদক: এইচএসবিসি কালি ও কলম পুরস্কার ২০১০ পেলেন সাংবাদিক অপূর্ব শর্মা। ‘সিলেটে যুদ্ধাপরাধ ও প্রাসঙ্গিক দলিলপত্র’ বইয়ের জন্য তাকে এই পদক দেওয়া হয়েছে।

শনিবার রাতে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে ১ লাখ টাকার চেক ও ক্রেষ্ট তুলে দেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি।

কালি ও কলম পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি প্রফেসর আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথা সাহিত্যিক বাণী বসু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী, কালি ও কলমের প্রকাশক আবুল খায়ের, সম্পাদক আবুল হাসনাত ও এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ।

মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বিভাগে তিনি এই পদক লাভ করেন। বইটি বের করেছিল ইত্যাদি গ্রন্থপ্রকাশ। অপূর্ব শর্মা ছাড়াও ২০১০ সালের এইচএসবিসি কালি ও কলম পুরস্কার পেয়েছেন প্রশান্ত মৃধা, টোকন ঠাকুর ও কাজী রাফি।

দৈনিক জনকন্ঠে প্রকাশিত