অতিমানব

অতিমানব
অপূর্ব শর্মা

আপনাকে আমার দেবতা মনে হয়নি কখনো
অবয়বে-আকৃতিতে, সৃজনে-কর্মে দেবতূল্য
হলেও সে আসনে বসিয়ে চিরদিনের
মতো নির্বাসিত করতে চাইনা আপনাকে
আপনি ঈশ্বর নন, আপনি দেবতা নন
আপনি মানুষ, চিরদিনের চির নতুনের।
আপনাকে আমার গুরু মনে হয়নি কখনো
গৌরবের সে অভিধায় অগনন প্রাণ অবনত
এস্তকে কুর্নিশ জানালেও, আপনাকে সেই
আসনে বসাতে আমার বড্ড অনিহা
আপনি গুরু নন, আপনি সখা চিরকালের।
আপনাকে আমার পুরুষ মনে হয়নি কখনো
যতবারই চোখ রেখেছি প্রদীপ্ত অবয়বে
নির্লিপ্ত নয়নে, কিংবা নির্বিকার বদনে
ততবারই মনে হয়েছে আপনি পুরুষ হতে
পারেন না, কক্ষনও না, আপনি মানুষ
রক্তমাংসের মানুষ
হ্যা মানুষ, মহামানুষ আপনি, আর সকলের
চাইতে আলাদা, সম্পূর্ণ আলাদা
যাঁর সাথে আমি কাটিয়ে দিতে পারি
মান-অভিমানের প্রতিটি মুহুর্ত, প্রতিটি ঘণ্টা
প্রকাশ্যে কিংবা গোপনে ভাগাভাগি করতে পারি
সুখ- দুঃখ, যন্ত্রনা আর কাতরতা
ভুলে যেতে পারি অবলীলায় সকল বিদ্বেষ
আমার ভাবলেশহীন দুপুর আর বিবর্ন সন্ধ্যা 
নির্ঘুম রাতের প্রহর আর উদাসী ভোর
হাসিমুখেই করতে পারি অতিক্রম
আমার বহুকালের জং ধরা দরজাগুলোও
খুলে দিতে পারি আপনার ইশারায়
তাই আপনি দেবতা হতে পারেন না 
আপনি বন্ধু আমার চিরজীবনের
আপনি গুরু হতে পারেন না
আপনি সাথী আমার চলার পথের
আপনি পুরুষ হতে পারেন না
আপনি সঙ্গী আমার জনম জনমের।