জগৎজ্যোতি দাস এক অনন্য মুক্তিযোদ্ধার নাম। বিস্ময়-জাগানিয়া এই তরুণ অসীম সাহসিকতা ও তীক্ষ্ম বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সুনামগঞ্জ-হবিগঞ্জ অঞ্চলে পাকবাহিনীর ত্রাসে পরিণত হয়েছিলেন। দাস পার্টি নামে পরিচিতি অর্জন করেছিল তাঁর গেরিলাদল, কেবল জনা-চল্লিশেক সদস্য নিয়ে একের পর এক অভিযানে তিনি হাওরাঞ্চলে নৌপথে পাকবাহিনীর চলাচল কার্যত অসম্ভব করে তোলেন। দেশমাতার দুর্গতি মোচনেপড়ুন…