পিতলের চাঁদ: মুক্তিযুদ্ধ ও বাস্তবতার অনন্য আখ্যান
আমাদের গর্ব করার মতো যে কয়টা অর্জন আছে মুক্তিযুদ্ধ তারমধ্যে অন্যতম। হাজার বছরের মহত্তম এই অর্জনকে নিয়ে তাই আমাদের আবেগের শেষ নেই। মুক্তিসংগ্রামকে নিয়ে আমাদের যেমন অহংকার অনেক, তেমনই শোকগাথাও কম নয়। একসাগর রক্তের নদী, সীমাহীন দুর্ভোগ, যাতনা, নির্যাতন, নারীর অমূল্য সম্পদ বিসর্জন-কতোনা বিরহকাতরতার আখ্যান লুকিয়ে আছে দীর্ঘ নয়মাসব্যাপি যুদ্ধেরপড়ুন…