অপূর্ব শর্মাকে নিবেদিত শংসাপত্র

সুহৃদোত্তম
সৃষ্টিনেমির নান্দনিকতা ছড়িয়ে আছে
তোমার কর্মে ও স্বপ্নমাখানো উদ্যোগে।

একদিকে মানুষের প্রাত্যহিক দুঃখ সুখের
বর্ননা তোমার সাংবাদিকী কলমে উদ্যোত

অন্যদিকে মুক্তিযুদ্ধের নানা পর্বের
মহাকাব্যিকতা তোমার অন্বেষনে।

বীরাঙ্গনার যাপিত জীবনচর্যায়
তোমার দুঃখহরণ অনুভব।

সবমিলিয়ে জীবন পূর্বাহ্নেই তুমি
দীপান্বিত করেছো তোমার সৃষ্টিমুখরতাকে।

পূর্বজের প্রতি ঋণশোধের জন্যে নানা
প্রয়াস, ক্রোড়পত্র প্রকাশ ও সম্মাননার

আয়োজনে পুরোভাগে থাক তুমি
জীবন মিছিলেও সামনে থেকো চিরকাল
এই আমাদের সম্মিলিত কামনা

শুভার্থী
১৩ সেপ্টেম্বর ২০১৮
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব
শ্রীমঙ্গল, মৌলভীবাজার।