শংসাবচন: মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতিপদক ২০১৩

মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতিপদক ২০১৩ -এর জন্য প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে সম্মানিত বিচারকমণ্ডলী সিলেট থেকে প্রকাশিত দৈনিক যুগভেরী-এর প্রতিবেদক অপূর্ব শর্মাকে বিজয়ী হিসেবে মনোনিত করেছেন।

অপূর্ব শর্মা ‘চা-বাগানে গণহত্যা’ শীর্ষক ১৮টি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন এবং ২০১৩ সালের ডিসেম্বর মাসে দৈনিক যুগভেরী যথাযথ গুরুত্ব দিয়ে প্রথম পৃষ্ঠায় তা প্রকাশ করে; ধারাবাহিক প্রতিবেদনসমূহের বিষয়বৈচিত্র্য, নূতনত্ব, সংগৃহীত তথ্যের বস্তুনিষ্ঠতা এবং শব্দ ও ভাষার ব্যবহার বিচারকদের চমৎকৃত করেছে; প্রতিবেদক পাঠকদের কাছে ধারাবাহিক রিপোর্টের মাধ্যমে বাংলাদেশের সীমান্তবর্তী চা-বাগানগুলোতে পাকিস্তানী বাহিনীর নির্মম অত্যাচারের মর্মস্পর্শী বিবরণ তুলে ধরেছেন।

স্বাধীনতার চার দশক পেরিয়ে গেলেও ৭১-এর মুক্তিযুদ্ধে চা-শ্রমিকদের সংগ্রাম, আত্মত্যাগ ও তাঁদের ওপর চালানো পাশবিক নির্যাতন ও হত্যাযজ্ঞের বিবরণ আমাদের গণমাধ্যমে খুব কমই উঠে এসেছে। অপূর্ব শর্মা তাঁর প্রতিবেদনসমূহে বৃহত্তর সিলেট অঞ্চলের ১৩ উপজেলার ৬৪টি চা-বাগানে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে প্রাণ বিসর্জনকারী শহীদদের আত্মত্যাগ, নির্যাতিত ও যুদ্ধাহত চা-শ্রমিকদের বিস্মৃতপ্রায় আখ্যান বিশদভাবে বিধৃত করেছেন।

একাত্তরের মুক্তিযুদ্ধে ৬৪টি চা-বাগানে সংঘটিত পাকিস্তানী বাহিনীর নির্যাতনের তথ্যাদির জন্য প্রতিবেদককে দীর্ঘ সময় ব্যয় করে বিভিন্ন দলিলপত্র ও মানবীয় সোর্স থেকে সরেজমিন-রসদ সংগ্রহ করতে হয়েছে; রিপোর্ট তৈরির জন্য প্রতিবেদকের এই পরিশ্রমসাধ্য কাজ বিচারকদের কাছে প্রশংসনীয় বলে বিবেচিত হয়েছে। বিচারকমণ্ডলী এক্ষণে প্রতিবেদকের এই সত্যাগ্রহী, গবেষণাপ্রবণ ও অনুসন্ধিৎসু মনেরও তারিফ করছে। বৃহত্তর সিলেট অঞ্চলে দৈনিক যুগভেরীতে প্রকাশিত এটি ছিল ওই সময়ে বহুল আলোচিত প্রতিবেদনগুলোর অন্যতম।

ধারাবাহিক প্রতিবেদনের সঙ্গে যুক্ত প্রতিবেদক এবং দৈনিক যুগভেরী পরিবার- যারা এর পরিকল্পনা ও প্রকাশ করে চা-বাগানের শহীদ ও নির্যাতিত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে বিচারকমণ্ডলীর বিবেচনায় তাঁরাও ধন্যবাদার্হ। আশা করা যায় প্রতিবেদনসমূহ নীতি-নির্ধারকেদের চিন্তা ও কর্মতৎপরতায় প্রভাব বিস্তার করতে সক্ষম হবে।
বিচারকমণ্ডলী প্রতিবেদক এবং দৈনিক যুগভেরী-এর সাফল্য কামনা করছে এবং আশা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে তাঁদের চেষ্টা আগামী দিনগুলোতেও জাগরূক থাকবে।