
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, লেখক ও সাংবাদিক অপূর্ব শর্মাকে সন্মননা প্রধান করেছে কলকতার প্রাচীন সংগঠন ভ্রমরা। পঞ্চাশ বছরের পুরণো এ সংগঠনের পক্ষ থেকে প্রান্তিক গবেষণায় অবদানের জন্য তাকে এই সন্মননা প্রদান করা হয়।
গত ১৭ আগস্ট (২০১৭) কলকাতার শিশির মঞ্চে অপূর্ব শর্মার হাতে সন্মাননা স্মারক তুলে দেন ভ্রমরার সভাপতি অঞ্জন সেন। অনুষ্ঠানে হাসন রাজার গান নিয়ে দীর্ঘ বক্তৃতা করেন তিনি।
দুইপর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো আলোচনা, গ্রন্থপ্রকাশ এবং সন্মাননা প্রদান। দ্বিতীয় পর্বে ছিলো সংগীতানুষ্ঠান। এতে ভ্রমরার শিল্পীরা হাসন রাজা গান পরিবেশন করেন।
মুক্তিযুদ্ধ এবং ইতিহাস নিয়ে গবেষনায় রত অপূর্ব শর্মা এর বেশ কয়েকটি পুরস্কার এবং সন্মাননা পেলেও দেশের বাইরে এবারই প্রথম সন্মাননা পেলেন তিনি। তাই এই অর্জনকে অন্যান্য অর্জনের চেয়ে ব্যাতিক্র আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ভ্রমরার সন্মননা আমার জন্য বিশেষ কিছু। এর মধ্য দিয়ে স্বীয় কর্মের প্রতি আমার দায়িত্ব বহুগুন বেড়ে গেলো।’ তিনি তাকে ভ্রমরা সন্মাননা ২০১৭ প্রদান করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।