
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় বিশেষ ভূমিকা রাখায় লেখক সাংবাদিক অপূর্ব শর্মাকে সিলেট মুক্তিযোদ্ধা সংসদ সন্মাননা ২০১৪ প্রদান করা হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ৩দিনব্যাপি বিজয় উৎসবের শেষদিনে ৩১ ডিসেম্বর তাঁকে এই সন্মাননা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান অপূর্ব শর্মার হাদে সন্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ইউনিট কমান্ডের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস জহির চৌধুরী সুফিয়ান। অনুষ্ঠানে সিলেট বিভাগের খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধাদের পাশাপাশি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক শুভজিৎ চৌধুরীকেও সন্মাননা জানানো হয়।
সিলেট মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রদত্ত এই সন্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় অপূর্ব শর্মা বলেন, ‘এই অর্জন গৌরবের। তাঁর মতে, অন্য যেকোনও পুরস্কার বা সন্মাননার চাইতে এই সন্মাননাটি অনেক বড়। কারন যাদের নিয়ে আমি গবেষণা করছি, যাদের বীরত্বে অর্জিত হয়েছে স্বাধীনতা সেইসব বীর যোদ্ধারা আনুষ্ঠানিকভাবে আমাকে মূল্যায়ণ করলেন, তা সত্যিই অতূলনীয়।’ তিনি বলেন, ‘এই দিনটিকে যেমন কোনওদিন ভুলবনা তেমনই এই অর্জনও চিরভাস্মর থাকবে মনের মুনিকোঠায়।’ এজন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অপূর্ব। জানান, এই সম্মাননাটি পাথেয় হয়ে রইবে তাঁর আগামীর পথচলায়।