শ্রীমঙ্গলে সাংবাদিক অপূর্ব শর্মাকে সম্মাননা

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক ও গবেষক অপূর্ব শর্মাকে সম্মাননা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা ও সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হওয়ায় রজত শুভ্র চক্রবর্তীকেও সম্মাননা জানানো হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম দুই গুণীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা-পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অপূর্ব শর্মা বলেন, সৎ থাকলে, অন্যায়ের সঙ্গে আপস না করলে সহজেই পাড়ি দেওয়া যায় বন্ধুর পথ। তিনি আরও বলেন, অন্যায়ের সঙ্গে কখনও আপস করিনি। অন্যায়ের সঙ্গে আপস করে আর যা-ই হোক, সাংবাদিকতা হয় না।

জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, সাংবাদিকদের জাতির দর্পণ বলা হয়। সেই দর্পণ যদি স্বচ্ছ না থাকে, পরিস্কার না থাকে, তাহলে প্রতিচ্ছবি ভালো দেখা যায় না। তাই আয়নাটিকে সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান এমএ রহিম, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, প্রবীণ সাংবাদিক অধ্যাপক নেছার আহমেদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শহরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সুধী সমাবেশ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আজাদুর রহমান আজাদ এতে সভাপতিত্ব করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে নৃত্যাঙ্গন ও নৃত্যালয়। সঙ্গীত পরিবেশেন করে বর্ণমালা সঙ্গীত বিদ্যালয় ও শ্রীমঙ্গল কিশোরী ক্লাব।

দৈনিক সমকালে প্রকাশিত