বুক ফেটে যায় জননী আমার: চঞ্চল শাহরিয়ার
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস কারো অজানা নয়। তবু এই অহংকারের ইতিহাস লেখা হচ্ছে বারবার। প্রতিবার জানা হচ্চে নতুন নতুন অজানা সবকাহিনী। বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা, তাদের আত্মত্যাগ আর দেশপ্রেমের মাধ্যমে আমরা পেয়েছি স্বপ্নের বিজয়, স্বপ্নের স্বাধীনতা। যুদ্ধে শহীদ হয়েছে লাখো বাঙালি। নির্যাতিত হয়েছে অগণিত নারী-পুরুষ। গৃহহারা হয়েছে লাখো মানুষ। পিতা হারিয়েছেপড়ুন…