ভারতে ভ্রমরা সন্মাননা ২০১৭ পেলেন অপূর্ব শর্মা
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, লেখক ও সাংবাদিক অপূর্ব শর্মাকে সন্মননা প্রধান করেছে কলকতার প্রাচীন সংগঠন ভ্রমরা। পঞ্চাশ বছরের পুরণো এ সংগঠনের পক্ষ থেকে প্রান্তিক গবেষণায় অবদানের জন্য তাকে এই সন্মননা প্রদান করা হয়। গত ১৭ আগস্ট (২০১৭) কলকাতার শিশির মঞ্চে অপূর্ব শর্মার হাতে সন্মাননা স্মারক তুলে দেন ভ্রমরার সভাপতি অঞ্জন সেন।পড়ুন…