গবেষণার বঙ্কিম পথের যাত্রী: নৃপেন্দ্র লাল দাশ
ইতিহাসপ্রসিদ্ধ বালিহীরা বা বালিশিরার পাহাড় থেকে নেমে এসেছে দুইটি অনার্য নদী। এর একটির নাম বিলাস এবং অন্যটির নাম উদনা। এই দুই বোন নদী একত্রিত হয়ে নাম ধারণ করেছে গোপলা বা গোপেশ্বরী। হাইল হাওরের ভেতর দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে। বিলাসের এক ত্রিভঙ্গ মুরারী রূপ আছে। বাক নিয়েছে, বালুচরে নির্মাণ করেছেপড়ুন…