পানসে লাগে
২০১৯-১০-১২
পানসে লাগে অপূর্ব শর্মা পরিবর্তন কথাটি একসময় খুব প্রিয় ছিলো আমার মিছিলে স্লোগানে, বক্তৃক্তা আর কবিতায় যখনই কেউ পরিবর্তনের কথা বলতো- অদ্ভুত এক ভালোলাগায় আন্দোলিত হতো আমার মনোভূমি মন্ত্রমুগ্ধ হতাম দিন বদলের আশাজাগানিয়া কথায় অথচ সেই কথাটি আজ বড্ডবেশি পানসে লাগে যখনই কেউ এমন কথায় আবেশ ছড়াতে চায় তখন ফেলেপড়ুন…