কালিকা ছিল সীমান্তহীন বাঙালিত্বের শ্রেষ্ঠ প্রকাশ: সাক্ষাৎকথায় শুভপ্রসাদ নন্দী মজুমদার
বাংলা লোকগানের ইতিহাস দীর্ঘ হলেও পান্থজনের এ সংগীতকে বিশ্বলোকে পৌছে দিতে যারা অনন্য ভূমিকা রেখেছেন তাদের সংখ্যা একেবারেই নগন্য। হেমাঙ্গ বিশ্বাস এবং নির্মলেন্দু চৌধুরীর প্রয়াণের পর দীর্ঘ একটা সময় সেই প্রচেষ্টা বলতে গেলে ঝিমিয়ে পড়েছিল। এপার বাংলা, ওপার বাংলায় যখন ব্যান্ডের দাপট, তখনই ডপকি হাতে তুলে নেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য্য (১৯৭০-২০১৭)।পড়ুন…